জবিতে ছাত্রলীগ কর্মীদের হাতে শিক্ষিকা-ছাত্রী লাঞ্ছিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শ্রেণীকক্ষেই এক শিক্ষার্থীকে মারধর করেছে ছাত্রলীগ কর্মীরা। এ সময় ক্লাসে থাকা এক শিক্ষিকাও লাঞ্ছিত হয়েছেন। মঙ্গলবার দুপুরে বাংলা বিভাগে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১টার দিকে বাংলা বিভাগের ৩০০১ নং কক্ষে ক্লাস নিচ্ছিলেন প্রভাষক সুলতানা খান।

এ সময় ছাত্রলীগের শ্রাবণ (হিসাব বিজ্ঞান), তোফান, রাজ, শিপল (রাষ্ট্র বিজ্ঞান) সহ ৭/৮ জন ছাত্রলীগ কর্মী অর্তকিতে ক্লাসে ঢুকে শামীম হোসেনকে (বাংলা ৩য় সেমিস্টার) বেদম মারধর করে। এ সময় ওই শিক্ষিকা প্রতিবাদ করলে তাকেও লাঞ্ছিত করা হয়।

শিক্ষিকা সুলতানা খান জানান, ক্লাসে ঢুকেই তারা মারধর শুরু করে। আমি প্রতিবাদ করলে শুধু আঘাতই করেনি তারা অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. অশোক কুমার সাহা এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, জড়িতদের কঠোর শাস্তি দেওয়া হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন