অন্যান্য ক্যাম্পাস

ঢাবির আইবিএ ভর্তি পরীক্ষায় পরিচয়পত্র জালিয়াতির অভিযোগে মামলা
মো. সাইফুল ইসলাম
পরিচয়পত্র জালিয়াতি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনেস্ট্রশনে (আইবিএ) ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে কর্তৃপক্ষ দুজনের বিরুদ্ধে মামলা করেছে। মামলার এক আসামী শহিদুজ্জামান সুমনকে গ্রেপ্তার করে রোববার আদালতে পাঠানো হয়েছে। শহিদুজ্জামান সুমন ও ফারাহ শাহরীনকে আসামী করে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন নিরাপত্তা কর্মকর্তা এসএম কামরুল আহসান। সুমন ও ফারাহ একটি ওষুধ কোম্পানিতে কর্মরত। মামলার এজাহারে বলা হয়, ‘পূর্বপরিকল্পনা অনুযায়ী শরীফুল আলম পরীক্ষার উত্তরপত্রে ফারাহ শাহরীন এর নাম ও রোল নম্বর উল্লেখ করে। পক্ষান্তরে ফারাহ শাহরীন তার উত্তরপত্রে শরীফুল আলমের নাম ও রোল নম্বর উল্লেখ করে পরীক্ষা দেয় এবং উত্তরপত্র জমা দেয়।’
মামলার অভিযোগপত্রে আরও বলা হয়, ‘ফলাফল প্রকাশের পর শরীফুল আলমের দেওয়া পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফারাহ শাহরীন মৌখিক সাক্ষাৎকারের জন্য গত শনিবার আইবিএতে উপস্থিত হয়। দুইজনের উত্তরপত্রে ঘষামাজা ও অসঙ্গতি পর্যবেক্ষণ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের তাকে নিয়ে আসা হয়।’ আসামী শহিদুজ্জামান সুমন এবং ফারাহ শাহরীন পরস্পর যোগসাজসে একে অপরের পক্ষে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএকে কলুষিত করেছে বলে মামলার অভিযোগে বলা হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘আসামীর একজনকে আটক করে আদালতে চালান করে দেওয়া হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা আইনে মামলা হয়েছে।’