বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল ধনী-দরিদ্রের বৈষম্য কমানো


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শোকদিবসের আলোচনায় বক্তারা বলেছেন, বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল মানুষের ন্যূনতম চাহিদা পূরণ, ধনী-দরিদ্রের বৈষম্য কমিয়ে আনা এই সমাজতন্ত্রকে সামরিক শাসকেরা কলমের খোঁচায় বাদ দিয়েছেসে কারণে ধনী-দরিদ্রের বৈষম্যও বেড়েছে

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ আলোচনার আয়োজন করা হয়

জবি উপাচার্যের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ‘সবাইকে সমান অধিকার দিতে অসাম্প্রদায়িক গণতন্ত্র প্রতিষ্ঠা করাই ছিল বঙ্গবন্ধুর আদর্শতার আদর্শকে হত্যা করতেই ১০ বছর বয়সী রাসেলকেও ঘাতকরা রেহাই দেয়নিতাদের ভয় ছিল ২০ বছর পর হয়তো রাসেল নেতৃত্বে এসে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করবে

তিনি ছাত্রলীগের উদ্দেশে বলেন, ‘দায়িত্বকে শুধু ক্ষমতা মনে না করে তা যথাযথভাবে পালন করতে হবে

বিশেষ অতিথির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বলেন, বঙ্গবন্ধুর সমাতজন্ত্র মানে সোভিয়েত ইউনিয়ন, চীনের মতো বোঝানো হয়নিসব নাগরিকের সমান ন্যূনতম মৌলিক অধিকারকে বোঝানো হয়েছে

জবি উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘৭৫ পরবর্তী সরকারগুলো ইতিহাস বিকৃত করে অখ্যাত এক মেজরকে নেতা তৈরির চেষ্টা করেছিলকিন্তু তা সম্ভব হয়নিদেশপ্রেম, জাতির অধিকার আদায় ও মানুষের ভালোবাসা অর্জনের মাধ্যমে নেতা তৈরি হয়যেমনটি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শওকত জাহাঙ্গীরসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও জবি ছাত্রলীগের নেতারা বক্তব্য রাখেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন