সার্চ রেজাল্টে আসছে গুগলের '+১'

সার্চ জায়ান্ট গুগল কর্তৃপক্ষ সম্প্রতি গুগল সার্চে একটি নতুন ফিচার যোগ করেছে। গুগল এই ফিচারটির নাম দিয়েছে ‘+১’ বা প্লাস ওয়ান। জানা গেছে, এই ফিচারটি সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুকে ব্যবহৃত ‘লাইক’ বা টুইটারের ‘টুইট’ বাটনের মতোই কাজ করবে। এই বাটনটির সাহায্যে পছন্দের ওয়েবপেজ বা সার্চ রেজাল্টকে সহজে ‘প্লাস ওয়ান’ করা যাবে। খবর ম্যাশএবল-এর।

সম্প্রতি সান ফ্রান্সিকোতে অনুষ্ঠিত গুগলের আই/ও কনফারেন্সে দ্রুতই এই বাটনটি আনার কথা জানিয়েছে গুগল কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, গুগল সার্চ রেজাল্টে দেখানো প্রতিটি লিংকের সঙ্গে এই আইকনটি দেখা যাবে। গুগল কর্তৃপক্ষ এই আইকনটিকে বলছে, ‘পাবলিক স্ট্যাম্প অফ অ্যাপ্রুভাল’।

জানা গেছে, ফেসবুকে যেমন কোনো বিষয়ে লাইক করা যায় তেমনি গুগল সার্চের কনটেন্টে ‘+১’ করা যাবে। এর ফলে পছন্দের লিংকের সঙ্গে নাম যোগ হবে।

জানা গেছে, গুগলের কয়েক লাইন কোড ব্যবহার করেই সাইটে এই বাটনটি ব্যবহারের সুযোগ থাকছে। এটি কাউন্টারসহ এবং কাউন্টার ছাড়াও ব্যবহার করা যাবে। এর সঙ্গে গুগল এনালাইটিকস ড্যাসবোর্ডের মত ব্যবস্থা থাকবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন