জবিতে ছাত্রলীগের দু'পক্ষে সংঘর্ষ

 মো. সাইফুল ইসলাম
         টেন্ডার জমা দেওয়া ও টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে (জবি) রণক্ষেত্রে পরিণত করেছে ছাত্রলীগগতকাল বুধবার ছাত্রলীগের দু'পক্ষের ব্যাপক সংঘর্ষে সাধারণ শিক্ষার্থীসহ আহত হয়েছেন ১৫ জনলাঞ্ছিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহ-প্রক্টর এবং আরেক শিক্ষিকাবিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদ সমর্থিত আরিফ ও জাকিরের উপ-গ্রুপের মধ্যে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয়সংঘর্ষে গুরুতর আহত দুই ছাত্রলীগ কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছেঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন
প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের কম্পিউটার ক্রয় সংক্রান্ত ৭ লাখ টাকার কাজের টেন্ডার জমা দেওয়া নিয়ে ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদ সমর্থিত খন্দকার আরিফুজ্জামান ও জাকির গ্রুপের কর্মীরা বুধবার সকাল থেকেই ক্যাম্পাসে মহড়া দেওয়া শুরু করেআরিফ গ্রুপ শহীদ মিনারের সামনে এবং জাকির গ্রুপ মুক্তিযুদ্ধ ভাস্কর্যের সামনে অবস্থান নেয়দুপুর ১২টায় আরিফ গ্রুপের কর্মী শ্রাবণ ক্যাম্পাসে
ঢুকলে জাকির গ্রুপের রাহুল তাকে বাধা দেয়এ নিয়ে দু'জনের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির একপর্যায়ে আরিফ গ্রুপের ৬-৭ জন রাহুলকে ধাওয়া করলে সে অ্যাকাউন্টিং ইনফরমেশন অ্যান্ড সিস্টেম বিভাগের একটি ক্লাসরুমে আশ্রয় নেয়এ সময় বিভাগের শিক্ষক রোকেয়া পারভীন জুঁই সেখানে ক্লাস নিচ্ছিলেন আকস্মিক কেউ কিছু বুঝে ওঠার আগেই আরিফ গ্রুপের ২৫-৩০ কর্মী লাঠিসোটা নিয়ে ক্লাসরুমে গিয়ে রাহুলের ওপর হামলা চালায়তারা রাহুলকে বেধড়ক মারধর করে সময় হামলাকারীদের নির্বিচার লাঠির আঘাতে ক্লাসে থাকা নিপা ও সাইমুন নামে দুই ছাত্রী আহত হনশিক্ষক রোকেয়া পারভীন জুঁই প্রতিবাদ করলে হামলাকারীরা তাকে লাঞ্ছিত করেখবর পেয়ে বিভাগীয় প্রধান ড. আলী নূর ও সহকারী প্রক্টর কামাল উদ্দিন ঘটনাস্থলে পেঁৗছলে তাদেরও লাঞ্ছিত করে হামলাকারীরাএরই মধ্যে জাকির গ্রুপের কর্মীরা সেখানে পেঁৗছলে শুরু হয় দু'পক্ষের মধ্যে সংঘর্ষ পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা পুলিশ নিয়ে ঘটনাস্থলে পেঁৗছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে
এরই মধ্যে প্রায় এক ঘণ্টা স্থায়ী সংঘর্ষে উভয় পক্ষের শাকিল, শিপলু, কানন, রাহুল, শ্রাবণ, রনি, হাবিবসহ ১৫ জন আহত হয়তাদের মধ্যে শিপলু ও শাকিলের মাথা ফেটে যায়গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে
এ ঘটনায় পুরো ক্যাম্পাস ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েনিরাপদ আশ্রয়ে যেতে সাধারণ শিক্ষার্থীরা দিগ্গি্বদিক ছোটাছুটি করতে থাকেনএ সময় পুরান ঢাকায় কয়েক ঘণ্টা যান চলাচলও বন্ধ থাকেকোতোয়ালি থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন খান জানান, পুলিশ ঘটনাস্থলে পেঁৗছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে
সংঘর্ষের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. অশোক কুমার সাহা জানান, ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছেতবে কিছু সমস্যার কারণে কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হচ্ছে নাতিনি আরও জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন