জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের ২৭ (৪) ধারা বাতিলের দাবিতে
শিক্ষার্থীদের সড়ক অবরোধে লাঠিপেটা করেছে পুলিশ। আজ রোববার প্রেসক্লাব ও হাইকোর্ট এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে পুরো এলাকায় সব ধরনের যান চলাচল
বন্ধ হয়ে যায়। পরে
বেলা দেড়টার দিকে পুলিশ লাঠিপেটা করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে। এ সময় রুবেল, রব্বানি, বিপুল আশিক, মিঠুন ও
সোহাগসহ ১৯ ছাত্রকে আটক করেছে পুলিশ।
এর আগে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হাইকোর্ট এলাকায় ময়মনসিংহ-৬ আসনের সরকারদলীয় সাংসদ মোসলেম উদ্দিন আহমেদকে তাঁর গাড়িসহ অবরুদ্ধ করে রাখে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজবাহ উদ্দীন আহমেদ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের অনুরোধ করলেও তাঁরা রাস্তা ছাড়তে অস্বীকৃতি জানায়।
শিক্ষার্থীরা দাবি করেন, শিক্ষামন্ত্রী নিজে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের ২৭ (৪) ধারা বাতিলের আশ্বাস না দিলে তাঁরা এলাকা ত্যাগ করবেন না এবং সাংসদকেও যেতে দেবেন না।
শিক্ষার্থীদের অনড় অবস্থানের পরিপ্রেক্ষিতে উপাচার্যসহ অন্য শিক্ষকেরা ঘটনাস্থল ত্যাগ করেন। এর পরপরই পুলিশ শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ছত্র ভঙ্গ করে দেয়। পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় শিক্ষার্থীরা প্রায় ১৫টি গাড়ি ভাঙচুর করেন।
একই দাবিতে আজ সকাল সাড়ে ১০টার দিকে সাধারণ শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে গুলিস্তান-সদরঘাট রোডে তিন-চারটি গাড়ি ভাঙচুর করেন।
পরে সেখান থেকে শতাধিক শিক্ষার্থী সংবাদ সম্মেলন করার জন্য প্রেসক্লাবে যায়। এই শিক্ষার্থীরাই হাইকোর্ট ও প্রেসক্লাব এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন। এতে পুরো এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হাইকোর্ট এলাকায় ময়মনসিংহ-৬ আসনের সরকারদলীয় সাংসদ মোসলেম উদ্দিন আহমেদকে তাঁর গাড়িসহ অবরুদ্ধ করে রাখে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজবাহ উদ্দীন আহমেদ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের অনুরোধ করলেও তাঁরা রাস্তা ছাড়তে অস্বীকৃতি জানায়।
শিক্ষার্থীরা দাবি করেন, শিক্ষামন্ত্রী নিজে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের ২৭ (৪) ধারা বাতিলের আশ্বাস না দিলে তাঁরা এলাকা ত্যাগ করবেন না এবং সাংসদকেও যেতে দেবেন না।
শিক্ষার্থীদের অনড় অবস্থানের পরিপ্রেক্ষিতে উপাচার্যসহ অন্য শিক্ষকেরা ঘটনাস্থল ত্যাগ করেন। এর পরপরই পুলিশ শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ছত্র ভঙ্গ করে দেয়। পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় শিক্ষার্থীরা প্রায় ১৫টি গাড়ি ভাঙচুর করেন।
একই দাবিতে আজ সকাল সাড়ে ১০টার দিকে সাধারণ শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে গুলিস্তান-সদরঘাট রোডে তিন-চারটি গাড়ি ভাঙচুর করেন।
পরে সেখান থেকে শতাধিক শিক্ষার্থী সংবাদ সম্মেলন করার জন্য প্রেসক্লাবে যায়। এই শিক্ষার্থীরাই হাইকোর্ট ও প্রেসক্লাব এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন। এতে পুরো এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অ্যাধ্যাপক ড. মেজবাহ
উদ্দিন আহমেদ বলেন, আটককৃতদের
বিষয়ে বিশ্ববিদ্যালয়ের
যা
করার তাই করা হবে। আন্দোলনের
বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আলাপ আলোচনার
মাধ্যমে বিষয়টি সুরাহা হবে।
নিজস্ব আয়ে ব্যয় নির্বাহ করতে হবে এই শর্তে জগন্নাথ, নজরুল ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল।
এর মধ্যে নির্দিষ্ট পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এটা সম্ভব নয়। আর ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট ১০ বছর মেয়াদ পূরণ করার আগেই বলছে, আয় দিয়ে ব্যয় নির্বাহ করা সম্ভব নয়।
এই প্রেক্ষাপটে তিনটি বিশ্ববিদ্যালয় দাবি করে আসছিল, আয় থেকে ব্যয় চালানোর ধারাটি সংশোধন করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো প্রস্তাব পাঠিয়েছিল অর্থ মন্ত্রণালয়ের কাছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে, এসব বিশ্ববিদ্যালয়ের জন্য অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো বরাদ্দ দেওয়া সম্ভব নয়।
নিজস্ব আয়ে ব্যয় নির্বাহ করতে হবে এই শর্তে জগন্নাথ, নজরুল ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল।
এর মধ্যে নির্দিষ্ট পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এটা সম্ভব নয়। আর ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট ১০ বছর মেয়াদ পূরণ করার আগেই বলছে, আয় দিয়ে ব্যয় নির্বাহ করা সম্ভব নয়।
এই প্রেক্ষাপটে তিনটি বিশ্ববিদ্যালয় দাবি করে আসছিল, আয় থেকে ব্যয় চালানোর ধারাটি সংশোধন করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো প্রস্তাব পাঠিয়েছিল অর্থ মন্ত্রণালয়ের কাছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে, এসব বিশ্ববিদ্যালয়ের জন্য অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো বরাদ্দ দেওয়া সম্ভব নয়।